নীলফামারীর ডোমারে ২০২৩-২৪ইং অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় সমলয় চাষাবাদ প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে বোরো (হাইব্রীড) ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
মঙ্গলবার ২৩ জানুয়ারী নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল আলম বিপিএ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুল মালেক সরকার, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম (ভুট্ট),উপজেলা কৃষি কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদুল হক, কৃষক শহিদুল ইসলাম প্রমুখ।
নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ড.এস এম আবু বক্কর সাইফুল ইসলাম বলেন, সমলয় চাষাবাদে ১৫০ বিঘা জমিতে উন্নত হাইব্রীড বোরো ধানের চারা সীড সোয়িং যন্ত্রের মাধ্যমে ট্রেতে তৈরি করে রাইসট্রান্সপ্লান্টার যন্রের দ্বারা রোপণ করা হয়। পরবর্তীতে একই সাথে জমি তৈরি, একই বয়সি চারা রোপণ, একই গভীরতা, সমান দুরত্বে, সার প্রয়োগ, কীটনাশক স্প্রে ও অন্যান্য কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এতে উৎপাদন খরচ কম হয়,কৃষিতে যন্ত্রের ব্যবহার বৃদ্ধি পায় এবং ধানের উৎপাদন বৃদ্ধি পায়। এক বিঘা জমিতে মাত্র আধা ঘণ্টায় চারা রোপণ করা হয়। বিরুপ আবহাওয়ার হওয়ার কারণে আজ কৃষি হুমকির মধ্যে আছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.