• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুলিশ পরিচয়ে ৯ বিয়ের পর অবশেষে ধরা

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় একে একে ৯টি বিয়ে করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাসা ভাড়া নিতে গিয়ে ধরা খেয়েছেন তিনি। বাড়িওয়ালার অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জানুয়ারি) রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার নাজমুল হক (৩০) পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ গ্রামের আবুল হোসেনের ছেলে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিবগঞ্জের দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামে ইউপি সদস্য মঞ্জু শেখের বাড়িতে যান নাজমুল হক। তিনি নিজেকে গোবিন্দগঞ্জ থানায় কর্মরত পুলিশের এসআই পরিচয় দিয়ে বাসা ভাড়া নিতে চান। বাসা ফাঁকা নেই বলে তাকে না করে দেন মঞ্জু। যাওয়ার সময় বাড়ির মালিকের মোবাইল ফোন নম্বর নিয়ে যান নাজমুল। পরে ওই নম্বরে ফোন করে ১০ হাজার টাকা ধার চাওয়া হয়। এতে মঞ্জু শেখের সন্দেহ হলে বিষয়টি তিনি মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন।

ওই তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান চালিয়ে জানতে পারে, নাজমুল হক নামের ওই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে মোকামতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ৪টি বিয়ে করেছেন। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়াও ওই এলাকার বিভিন্ন জনের কাছে তদবিরের নামেও টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। পরে কৌশলে পুলিশ তাকে আটক করে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল বলেন, নাজমুল হকের ব্যবহৃত মোবাইল ফোনে পুলিশের পোশাক পরিহিত একাধিক ছবি পাওয়া গেছে। ওই ছবিগুলো দেখিয়ে তিনি মানুষের সঙ্গে প্রতারণা করতেন। পুলিশের এসআই পরিচয় দিয়ে মোকামতলাতে ৪টি ছাড়াও তার নিজ এলাকাতে আরও পাঁচটি বিয়ে করেছেন। তাকে আটকের পর ইউপি সদস্য মঞ্জু শেখ বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।


More News Of This Category