নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের নিয়ে ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে এ সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মেসবাহুর রহমান, পার্বতীপুর ল্যাম্বের টেকনিক্যাল অফিসার ইছাবর হোসেন, প্রোগ্রাম এসিসটেন্ট মমতাজ বেগম, রাশেদুল ইসলাম, নার্সিং সুপার তোছাদ্দেকুল ইসলাম জুয়েল প্রমূখ। এসময় ডাক্তার মেসবাহুর রহমান বলেন ফিস্টুলা কোনো অভিষাপ নয় এটি একটি রোগ চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়া যায় এবং বিনামুল্যে এর চিকিৎসা হয়। এরোগের কারণে মা, বোনদের সংসার ভেঙ্গে যায়। পরিবারের কাছে অবহেলিত হয়। অল্প বয়সে বিয়ে, ঘন ঘন বাচ্চা নেয়া, তলপেটে, জরায়ুতে অপারেশন করা সহ বিভিন্ন কারণে ফিস্টুলা হতে পারে। এ রোগীর গা থেকে গন্ধ বাহির হয় তাই তারা চিকিৎসা নিতে চায়না।