নীলফামারীর জলঢাকায় চাষাবাদের জমি নিয়ে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়
১ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মপাল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেন।
এলাকাবাসী জানায়, গত সোমবার সকালে ওই গ্রামের রহিম উদ্দিনের ছেলে মমিনুর রহমান (৫০) এর চাষাবাদের জমি জবরদখলের চেষ্টা করে ছিলেন প্রতিবেশী
মৃত শাওনতের ছেলে কাছিদুল ইসলাম (৬৫) ও তার পরিবার। তাদের বাধা দিতে গেলে মুহুর্তের মধ্যে কাছিদুলের লোকজন দলবদ্ধ হয়ে ছুটে এলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হওয়ায় উহায় পক্ষের কমপক্ষে ১০ আহত হয়েছে। এদের মধ্যে মমিনুর রহমান, অমেদুল সরকার, আমিনুর রহমান, তুলি আক্তার ও ফাতেমা বেগম গুরতর আহত হলে প্রথমে তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থার বেগতিক দেখে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে আহত আমিনুর রহমান (৩৫) মারা যান। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে পুলিশ গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.