নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান নাসিম। সভাপতিত্ব করেন কিন্ডার গার্টেন শাখার পরিচালনা পরিষদের সভাপতি কাজী একরামুল হক। সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তা লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন রুহুল আমিন সরকার, এসএসসি পরীক্ষার্থী তাকাওয়া কাইয়ুম মেঘা ও রাফি সরদার, দশম শ্রেণির শিক্ষার্থী মেহেরাব হোসেন প্রমুখ। বক্তারা এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর। দোয়া শেষে সব পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৭১, মানবিক বিভাগে ২৫ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২০ জন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.