রাজধানীর ওয়ারীর ২৯ নম্বর র্যাংকিন স্ট্রীটের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯৯৯- এর কলে ৭০-৮০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বহুতল ভবনে আগুনের খবর জানিয়ে একজন কলার ৯৯৯-এ কল করে জরুরি সহায়তা চান।’
এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘৯৯৯-এর সদরদফতর থেকে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানানো হয়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ভবনের চার তলার বাইরের দিক থেকে কাঁচ ভেঙে হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ৮০ জনকে জীবিত উদ্ধার করে নীচে নামিয়ে আনে।’
তিনি বলেন, দশ তলা ভবনের চার তলায় আগুনের ঘটনা ঘটে। ভবনের আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলা হয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.