” করবো বীমা গড়বো দেশ – স্মার্ট হবে বাংলাদেশ ” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নীলফামারী জলঢাকায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস ২০২৪ইং। দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশনের সার্বিক আয়োজনে ১লা মার্চ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বনার্ঢ়্য র্যালী বের হয় এবং র্যালীটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের জলঢাকা শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, চার্টার্স লাইফ ইন্সুইরেন্সের শাখা ব্যবস্থাপক আব্দুল ওহাব প্রমুখ। এছাড়া বীমা দিবস র্যালীতে অংশগ্রহণ করেন আমেরিকান লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, বেঙ্গল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, চার্টার্স লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, প্রাইম লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডসহ মোট ১৩টি বীমা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জি, আর সারোয়ার বলেন, দৈনদৈনিক জীবন চলার পথে এবং দুঃসময়ে একটি বীমা মানুষের জীবনে মোক্ষম ভূমিকা রাখে। তাই বীমার আওতাভুক্ত থাকা মানব সভ্যতার জন্য এক সুদুর প্রসারী সম্ভাবনা। এ জন্য বিভিন্ন বীমা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক পরিচালকসহ সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে।সেই সঙ্গে এ বীমার ধারাবাহিকতা অব্যবহৃত থাকলে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মোক্ষম ভূমিকা রাখবে।