প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৪, ৮:৩৬ পি.এম
কিশোরগঞ্জে সংরক্ষিত এমপি দিশারীকে গণসংবর্ধনা প্রদান
নীলফামারীর কিশোরগঞ্জে সংরক্ষিত নারী সংসদ সদস্য আশিকা সুলতানা দিশারীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগ এ গণসংবর্ধনার আয়োজন করেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এছরারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য নীলফামারী ৩০৩ আশিকা সুলতানা দিশারী।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক ও কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত এমপির মা ও সাবেক সংসদ সদস্য মরহুম আজহারুল ইসলামের স্ত্রী হালিমা ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও প্রকৌশলী মাইদুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম সাজু, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের আহবায়ক আশুতোষ রায় সিংহ লক্ষন।
অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য দিশারীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.