২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আলোচনাসভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার প্রতিষ্ঠানটির নিজস্ব চত্বরে এসব কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাহ উদ্দিন বেগ ও বীর মুক্তিযোদ্ধা মো:ইউনুস আলী। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদ। সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ।
এ সময় সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ শিক্ষামন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ২৫ মার্চ গণহত্যার শিকার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.