• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন |
Headline :
দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় নি: মহাপরিচালক নাজমুল হোসেন ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

নীলফামারীতে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা

শাহীন আহমেদ, নীলফামারী(বিশেষ প্রতিনিধি)ঃ / ৪২ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে ধর্মীয় প্রতিনিধি, মসজিদ কমিটি, স্টেক হোল্ডারদের সমন্বয়ে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুন) উপজেলার বড়োভিটা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. একরামুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ডা: রোকসানা বেগম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. সোলায়মান আলী, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মো. আল মামুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান বজলার রহমান। সভায় সঞ্চালনা করেন কিশোরগঞ্জ এমসিএইচএফপি এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ নুর আমিন।
কর্মশালায় বক্তারা জানান ‘ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। জনসংখ্যা যে ভাবে বাড়তে শুরু করেছে তা রোধ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্ঠা থাকতে হবে। জনগণ সচেতন হলে জনসংখ্যা রোধ করা সম্ভব হবে। আর জনসচেতনতা সৃষ্টিতে ধর্মীয় নেতাদের গুরুত্ব অপরিসীম। এজন্য পরিকল্পিত পরিবার গঠনে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে।’
কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।


More News Of This Category