জেলা পরিষদের অর্থায়নে নীলফামারী প্রেসক্লাবসহ সাতটি প্রতিষ্ঠানে ৩২ইঞ্চি এলইডি টেলিভিশন প্রদান করেছে।
নীলফামারী প্রেসক্লাব, মিডিয়া হাউস, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাবে এই সাতটি টেলিভিশন প্রদান করা হয়।
রবিবার দুপুরে জেলা পরিষদ সভাকক্ষে উপকারভোগী প্রতিনিধিদের হাতে টেলিভিশন হস্তান্তর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, নীলফামারী প্রেসক্লাব সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম এ সময় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসুচির অংশ হিসেবে ৩লাখ টাকা ব্যয়ে এই সাতটি টেলিভিশন বিতরণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.