মো. মাইদুল হাসান, স্টাফ রির্পোটার:
নীলফামারীর জলঢাকায় শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কালব ) এর নতুন ভবন উদ্বোধন ও ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কালব ) জলঢাকা উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় গতকাল ২২শে জুন শনিবার বিকালে জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। জলঢাকা উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান প্রভাষক সেলিমুর রহমান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রেডিট ইউনিয়ন কালব জলঢাকা উপজেলা শাখার নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কালব ) এর সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ লিঃ এর ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা ( সীমা ) ও সাধারণ সম্পাদক আরিফ মিয়া।
এ সময় বক্তব্য রাখেন নীলফামারী জেলা ক্লাস্টার শহিদুল ইসলাম, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ কালব এর ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস ও জিল্লুর রহমান প্রমুখ। উক্ত বার্ষিক সাধারণ সভা ও নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে জলঢাকা উপজেলার দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ ( কালব) সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শিক্ষকদের নিবন্ধিত সর্ববৃহৎ সংগঠন ( কালব ) এর আওতায় নতুন সদস্য সংগ্রহ আহবান কার্যক্রম চলমান লক্ষ করা গেছে। জলঢাকা উপজেলা ( কালব ) কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে জলঢাকা উপজেলা দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ ( কালব ) এর চেয়ারম্যান প্রভাষক সেলিমুর রহমান সেলিম বলেন, গত কয়েক বছরের তুলনায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ ( কালব ) এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বেশ তৎপর। ইতিমধ্যেই আমরা উন্নয়নের একধাপ এগিয়ে গিয়েছি।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ ( কালব ) এর সকল সদস্যদের একক স্বীদ্ধান্তের মাধ্যমে আগামী দিনে আরো এগিয়ে যাবে সাংগঠনিক কার্যক্রম এই আশাবাদ ব্যক্ত করছি।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.