নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৌজা শৌলমারী আলসিয়ার চরের বাঁধ থেকে ২৯টি বাচ্চা সহ বড় আকারের একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা।
কৈমারী ইউনিয়ন পরিষদের সচিব রশিদুল ইসলাম জানান আজ সোমবার বিকেল ৪টার দিকে তিস্তা নদীর আলসিয়ার চর বাঁধের একটি গর্তে স্থানীয় লোকজন গর্তের উপরে রাসেল ভাইপার সাপের বাচ্চাগুলো নড়াচড়া করতে দেখে বাঁধের আশপাশের বাসিন্দাদের খবর দেন। পরে লোকজন জড়ো হয়ে বাঁধের গর্ত কুঁড়ে ২৯টি বাচ্চা ও মা সাপটিকে বের করে পিটিয়ে মেরে মাটি চাপ দেন।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন রাসেল ভাইপার নাকি অন্য সাপ এটি নিশ্চিত হওয়ার আগেই লোকজন মেরে মাটি চাপ দেন্। তিনি আরো বলেন এই সাপগুলো রাসেল ভাইপার হওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো বা তিস্তানদী দিয়ে এই সাপ ভেসে এসে চরের বাঁধে আশ্রয় নিয়েছে।