আল ইকরাম বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ
“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” “বংলার পাট, বিশ্বমাত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতাধীন পাট চাষি প্রশিক্ষন কর্মসূচি ২০২৪ পালন করেছেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৭৫ জন পাট চাষীদের মাঝে দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম তৈবুর রহমান,
উপজেলা নির্বাহী অফিসার জি.আর সরোয়ার, কৃষি কর্মকর্তা সুমন আহমেদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার আহসান হাবীব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।