শাহজাহান কবির লেলিন, বিশেষ প্রতিবেদক:
নীলফামারীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়নমুলক কাজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩০ জুন)শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম বলেন, “যে, যাই বলুক, আমরা সরকারের কর্মচারী মাত্র।
আপনারা শিক্ষক,আপনারাই সবচেয়ে শ্রেষ্ঠ। কারন,শিক্ষকরা মানুয তৈরীর প্রধান হাতিয়ার। আপনারা শিক্ষার্থীকে সঠিক শিক্ষা দিতে পারলে, দেশে সঠিক মানুষ তৈরী হবে, এতে করে দেশ এগিয়ে যাবে।”
তিনি আরো বলেন,“সরকার আপনাদের প্রতি অনেক আন্তরিক। এ জন্যই বাজেটের মোট বরাদ্দের ৮(আট) ভাগের ১(এক) ভাগ শিক্ষাখাত বরাদ্দ দিয়েছে।’
তাই বলব আপনারা কোয়ালিটি শিক্ষাদান দিন আমাদের সন্তানদের । সন্তানরা কোয়ালিটি না হলে, আন্তর্জাতিক অঙ্গনে টিকে থাকা তাঁদের পক্ষে কঠিন হবে।আমাদের দেশ অনেক এগিয়ে গেছে, এশিয়ার চারটি দেশ জাপান,কোরিয়া, সিংগাপুর,হংকং এর পরে বাংলাদেশের অবস্থান। ভারত, চীন উন্নয়নশীল দেশের তালিকায় রয়েছে, আমরাও একই তালিকায় রয়েছি।তিনি এ সরকারের শিক্ষা ব্যবস্থায় চিন্তা,ভাবনা, উন্নয়ন-প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, রংপুর সার্কেল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী, নীলফামারী সরকারী কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, নীলফামারী সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার ও জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানের প্রধানদের মধ্যে অনেকেই শিক্ষা- ব্যবস্থা,প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে সভায় বক্তব্য রাখেন।