মো. মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক:
নীলফামারীর জলঢাকা পৌরসভায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।৷ এবারের প্রস্তাবিত বাজেটে ৩৫ কোটি ১৫ লক্ষ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করেন পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা।
জলঢাকা পৌরসভার সার্বিক আয়োজনে গতকাল ৩০শে জুন রবিবার দুপুরে পৌর কার্যালয়ের দ্বিতীয় তলায় এ প্রস্তাবিত বাজেট ঘোষনা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র নাসিব সাদিক হোসেন নোভা'র সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষনা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর,
নীলফামারী জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ পরিচালক ও জলঢাকা প্রেসক্লাবের আহবায়ক আলহাজ্ব মাহবুবর রহমান মনি।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার, পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,উপজেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাদের, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, জলঢাকা পৌরসভার প্যানেল মেয়র বাবু রঞ্জিত কুমার রায়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিল ফজলুল হক, ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, আবুল কালাম বাশার মিন্টু প্রমুখ। উক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন পদায়নের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবি, রাজনৈতিক, সামাজিক, ঠিকাদারসহ পৌরসভার বিভিন্ন পেশার সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বাজেট অধিবেশনে সভাপতির সমাপনী বক্তব্যে পৌর মেয়র নাসিব সাদিক হোসেন নোভা, উন্নয়ন সহায়তা ( এডিবি ), মশক নিধন, পরিস্কার পরিচ্ছন্নতা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন, লোকাল গভারমেন্ট, নয় পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন, পৌর ভবন নির্মান, বর্জ্য ব্যবস্থাপনা, ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট সহ জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে মোট ৩৫ কোটি ১৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। পৌর অফিস সূত্রে জানা যায়, ৪১ কোটি ১৪ লক্ষ ৬৭ হাজার ৬শত ৯৬ টাকা রাজস্ব ও উন্নয়ন খ্যাত নির্ধারন করা হয়েছে এবং এর মধ্যে ৪০ কোটি ৯৭ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যয় নির্ধারন পূর্বক ১ কোটি ৬৮ লক্ষ ২ হাজার ৬শত ৯৬ টাকা সার্বিক বাজেট উদ্ধত্ত রেখে চলতি অর্থ বছরের বাজেট অধিবেশন সুসম্পূর্ন করা হয়। এ সময় মেয়র নাসিব সাদিক হোসেন নোভা বলেন, ২০২৪-২৫ অর্থ বছরের ৪র্থ বাজেটের এটি ৩য় বাজেট যা আমি আমার বাবার অবর্তমানে প্রথম মেয়র নির্বাচিত হয়ে প্রথম বাজেট ঘোষনা করলাম।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.