প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ৭:২৩ পি.এম
নীলফামারীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মসজিদের ইমাম
নীলফামারীতে ক্বারী মোঃ আবুল হোসেন (৬০) নামক এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে কাঁধে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১ জুলাই ) সদর উপজেলার ডোমার-নীলফামারী মহাসড়কের পলাশবাড়ী ইউনিয়নের তরনিবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত আবুল হোসেন সহদেব বড়গাছা মালুটাড়ী গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে ও জ্ঞানদাস কানাইকাটা মসজিদের ইমাম।
পরিবার ও স্থানীয়রা জানান,' প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে ভোরে নিজ বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হন ইমাম আবুল হোসেন। আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কাঁধে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা। এসময় দ্রুত তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে স্থানীয়রা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সেখানে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।'
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন,'খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই ঘটনায় ভিকটিম আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।'
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে বিকেলে ওই এলাকার হরতকীতলা বাজারে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.