• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ব্রেক ফেল, দূর্ঘটনা থেকে বেঁচে গেলো শতাধিক যাত্রী আগাম আলু উঠতে শুরু করলেও ডোমারের স্থানীয় বাজারে মিলছে না সেই আলু নীলফামারীতে এক পরিবারের উপর হামলার অভিযোগ কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা বিমান গ্রেফতার রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বুলবুলের দাফন সম্পন্ন চিলাহাটিতে বালিশ চাপা দিয়ে বিউটি আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার জলঢাকায় শিক্ষার্থীদের নিয়ে ছাত্র শিবিরের  ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন নীলফামারীতে সড়কে প্রাণ গেল স্কুল শিক্ষিকার তারেক রহমান – বাংলাদেশের নতুন সূর্য নীলফামারীতে ২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ

সৈয়দপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জয়নাল আবেদীন হিরো / ১১৩ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:০৬ পূর্বাহ্ন

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে এক হাজার ২০০  কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ/ ২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন ধানের উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়। বৃহস্পতিবার (০৪ জুলাই) সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে বিনামূল্যে  ওই বীজ ও সার সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল  আলম সিদ্দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার রানা, ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভুষন। এ সময়  সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ও কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি কৃষক-কৃষাণীদের হাতে প্রণোদনা কর্মসূচির আওতায় উন্নতমানের রোপা-আমন ধান বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার  এক হাজার দুই শত কৃষক-কৃষাণীর মাঝে উন্নতমানের আউশ আমন ধানের বীজ ও দুই প্রকালের সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক রোপা-আমন ধানের বীজ পাঁচ কেজি, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category