প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২৪, ৭:৫৫ পি.এম
অবশেষে মারা গেলেন ইমাম আবুল হোসেন
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত মসজিদের ইমাম আবুল হোসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (৬ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে মারা গেছেন।
গত ১ জুলাই আবুল হোসেন (৫০) প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে ভোরে নিজ বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হন। এসময় নীলফামারী-ডোমার সড়কের তরনীবাড়ি গ্রামে একদল দুর্বৃত্তরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
পরে তাকে উদ্ধার নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। শিক্ষক আবুল হোসনে অচিনতলা গ্রামেমের মৃত সবির উদ্দিনের ছেলে। নিহত আবুল হোসেন স্থানীয় কানাইকাটা জামে মসজিদের ইমামও ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন হামলাকারীদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.