• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এমপি সাদ্দাম হোসেন পাভেলের গণসংবর্ধনা 

শাহজাহান কবির লেলিন, নিজস্ব প্রতিবেদক: / ৩৫৯ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন
oplus_0

শহান কবির (লেলিন), নিজস্ব প্রতিবেদক:

নীলফামারী (০৩) আসনের  এম’পি  স্বরাষ্ট্র ও    সাংস্কৃতিক     সম্পর্কিত          সংসদীয়   স্হায়ী   কমিটির   সদস্য  এবং  আওয়ামী  যুবলীগ  কেন্দ্রীয়  কমিটি’র  ত্রাণ  ও সমাজ  কল্যাণ  বিষয়ক  সম্পাদক সাদ্দাম  হোসেন  (পাভেল)  সম্প্রতি রাষ্ট্রীয়ভাবে   চীন  সফর   শেষে  দেশে  ফেরায় জলঢাকাবাসীর  পক্ষ  থেকে  এক গণসংবর্ধনা’র   আয়োজন   করা   হয়েছে।
পৌর যুবলীগ  ও শহীদ   শেখ  ফজলুর  হক  মনি  স্মৃতি  সংসদের  আয়োজনে (৬জুন)  শনিবার  সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত         জলঢাকার            প্রাণকেন্দ্র ঐতিহাসিক   জিরো  পয়েন্ট  মোড়ে  পৌর যুবলীগের   সভাপতি   নাজমুল     কবির মুকুলের   সভাপতিত্বে অনুষ্ঠিত   সংবর্ধনা অনুষ্ঠানে   প্রধান   অতিথি   হিসেবে  বক্তব্য   রাখেন,  নীলফামারী (০৩) আসনের  সংসদ সদস্য  সাদ্দাম হোসেন (পাভেল)  এম’পি।
 যুবলীগ  নেতা  লাভলুর   রশিদে’র   সঞ্চালনায়  বিশেষ অতিথি   হিসেবে    বক্তব্য   রাখেন, নবনির্বাচিত  উপজেলা    পরিষদ      চেয়ারম্যান   ও   উপজেলা  আওয়ামিলীগ         সাবেক   সভাপতি  আনছার আলী (মিন্টু), সাবেক  সাধারণ  সম্পাদক  শহীদ হোসেন রুবেল,  গোলনা  ইউপি     চেয়ারম্যান  আওয়ামিলীগ    নেতা  অধ্যক্ষ  জাহেদ আলী,  উপজেলা  পরিষদের  ভাইস-চেয়ারম্যান  শাহিনুর  রহমান,     মহিলা  ভাইস-চেয়ারম্যান  মনোয়ারা  বেগম,       কাঠালী  ইউপি  চেয়ারম্যান  সোহরাব হোসেন  তুহিন,  ধর্মপাল ইউপি চেয়ারম্যান আবু তাহের ।

এম’পি  সাদ্দাম  হোসেন পাভেল  বক্তৃতায়, তিনি  মাদকের  হাত  থেকে  যুব সমাজকে রক্ষা  করে,  জুয়া  ও  দুর্নীতিমুক্ত সমাজ গঠনে  প্রশাসনের  পাশাপাশি  সকলের সহযোগিতা  কামনা  করেন।  তরুণদের সুশিক্ষায়  শিক্ষিত  হ’য়ে  দেশ ও জাতির কল্যাণে তাদের  ভুমিকা রাখার আহবান জানান  । তিনি  তাঁর নির্বাচনী এলাকার  আপামর  জনসাধারণের   পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা,   প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজিত  -এ সংবর্ধনা অনুষ্ঠানে   ।


More News Of This Category