• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন |

নীলফামারী জেলা পরিষদের তিন হাজার বৃক্ষ রোপন কর্মসূচী

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। রোববার (১৪ জুলাই) জেলা শহরের পাঁচমাথা মোড় থেকে বাদিয়ার মোড় ও দারোয়ানী থেকে খানাসামগামী পাকা রাস্তার দুই ধারে তিন হাজার বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার উপস্থিত ছিলেন।
জানতে চাইলে চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক বলেন, ‘সারা বিশ্বে পরিবেশ বিপর্যয় চলছে। এ অবস্থায় পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই বৃক্ষরোপণের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। পরিবেশগত ও অর্থনৈতিক দুই দিকেই গাছ লাগানোর উপযোগিতা রয়েছে। তাই আমাদের জেলা পরিষদের উদ্যোগে এই দুই রাস্তার ধারে তিন হাজার ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। পর্যায়ক্রমে বাকি অন্যান্য রাস্তার ধারেও গাছ লাগানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category