• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন |

নীলফামারীতে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

শাহীন আহমেদ, নীলফামারী(বিশেষ প্রতিনিধি)ঃ / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ পূর্বাহ্ন

 বৈষম্য মুক্ত বাংলাদেশে শান্তিতে বাঁচতে চায় সংখ্যালঘুরা’
এই প্রতিপাদ্য নিয়ে
 দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির  ও বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ  এর প্রতিবাদ এবং সাম্প্রদায়িক আক্রমনকারীদের দৃষ্টান্তমূলক বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
নীলফামারী চৌরঙ্গী মোড় হতে মিছিল বের করে গাছবাড়ি হয়ে শান্তিপূর্ণ ভাবে মিছিল শেষ করে শহীদ মিনারে মিলিত হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের অনেকে তাদের উপর নির্যাতন ও বর্বরতার বর্ননা দেন এবং এরুপ কর্মকান্ডের তিব্র নিন্দা ও অপরাধীদের চিন্হিত করে শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান। এসময় তারা চার (৪) দফা পেশ করেন।
দাবিগুলো হলো-
০১.সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে।
০২.সংখ্যালঘু সুরক্ষা কমিশন করতে হবে।
০৩.সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
০৪.সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্ধ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category