প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৫, ২০২৪, ৭:০৮ পি.এম
জলঢাকা পৌরশহরে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি দোকান
শাহজাহান কবির লেলিন , নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর জলঢাকা পৌরশহরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে।
গত বুধবার আনুমানিক রাত ২.৩০ মিনিটে
শহরের ডালিয়া সড়কের বেলতলা নামক এলাকায় বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এতে ৬টি দোকান পুড়ে ভস্মীভূত ও ২টি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে জলঢাকা, নীলফামারী ও ডোমার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিন্তু এরইমধ্যে ওই মার্কেটের একটি হার্ডওয়্যার , একটি গ্যাস সিলিন্ডার ও একটি সাইকেল পার্শের দোকান সহ ৬টি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা জানান, আনুমানিক প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে কিছু মালামাল।
ফায়ার সার্ভিস সুত্র জানায়, বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত আনুমানিক ধারণা করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে। এদিকে বৃহস্পতিবার সকালে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পুড়ে যাওয়া স্থাপনা পরিদর্শন করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.