• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকা প্রেসক্লাব কমিটির সঙ্গে নির্বাহী অফিসারের মতবিনিময় ডোমার সদর ইউনিয়নে বিএনপির জনসমাবেশ গোমনাতী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত কিশোরগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়োগে অনিয়মের অভিযোগ জলঢাকায় সাবেক চেয়ারম্যান খোকনের মৃত্যুতে জাতীয় পার্টির শোকসভা নীলফামারীতে সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে বিএনপির জনসমাবেশ নীলফামারীতে এক যুগ পর স্বামীর হত্যার মামলা করেছে স্ত্রী স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছাত্র কল্যাণ পরিষদের ২৩ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি অনুমোদন

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ১৫৪ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

নানান কর্মসূচির মধ্যে দিয়ে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ আগষ্ট) দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা করে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোর্শেদ আজম।

সভায় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন ঘটে। এখন জনগণের চাওয়া অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা‌। আমরা অন্তবর্তীকালীন সরকার প্রধান কে অনুরোধ জানাই অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রদান করার‌ জন্য।’

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি মোক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেদওয়ানুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, সদর উপজেলা আহ্বায়ক শান্ত সিদ্দিকী, সদস্য সচিব মোহাম্মদ আলী নূরানী, যুগ্ম-আহবায়ক মোখলেছার রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিহাবুজ্জামান চৌধুরী শিয়াব, সদস্য সচিব মনিরুল ইসলাম মঞ্জু, জেলা তাঁতীদলের আহ্বায়ক শাহাজাদা মুক্তি, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুরিদ হোসেন, ইটাখোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুল ইসলাম সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category