মাইদুল হাসান, বিশেষ প্রতিবেদক:
নীলফামারী জলঢাকায় একটি গোডাউনে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে দশটায় উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজারের মনিরুজ্জামান মনি ( ৪২ ) এর গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জলঢাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষয়ক্ষতির বিষয়ে গোডাউনের মালিক মনি জানান, প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। এছাড়াও তুলা ধোলাই মেশিন, গদির কাপড় ও অবকাঠামো সহ মোট ৬ থেকে ৭ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কি কারনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.