নীলফামারীর সোনারায় সংগলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ও সহকারী শিক্ষক বিভূতিভূষণ রায় (উত্তম) এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৭ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ওই কলেজের সাবেক শিক্ষার্থী সোহেল রানা ,মুকুল ও রিংকন, বর্তমান শিক্ষার্থী নবম শ্রেণীর লিমন ইসলাম, নবম শ্রেণীর রাকিব, সপ্তম শ্রেণীর রাজিয়া, দশম শ্রেণীর শিমু সহ আরও অনেকে।
এসময় শিক্ষার্থীরা জানান,প্রধান শিক্ষক মো. বাহার উদ্দিন ও সহকারী শিক্ষক বিভূতিভূষণ রায় (উত্তম) তারা ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানকে নানা অনিয়ম-দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তুলেছেন। তাই অবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।