• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন |

নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাসির উদ্দিন শাহ মিলন, বার্তা সম্পাদক / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

দেশে ভয়াবহ বন্যার কথা বিবেচনা করে স্বল্প পরিসরে নীলফামারী বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম মোস্তফা প্রধান হক বাচ্চু, মীর সেলিম ফারুক প্রমুখ।

এসময় বক্তারা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যা পিড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর পালনের অর্থ বন্যার্তদের প্রদান করার কথা জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন,’বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। যদি নীলফামারী জেলা বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি সহ অন্য কোনো অপকর্মে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে।’

এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা,  সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল,জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো,সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল হক বাবু, জেলা জাসাস এর আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোকলেছুর রহমান রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ হাসান প্রিন্স,সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান নিশান,সাধারন সম্পাদক মোজাম্মেল হক মোজাম,সাংগাঠনিক সম্পাদক রাজু পার্ভেজ, নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলে সাবেক আহ্বায়ক মো: ফয়সাল হোসেন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকলেছুর রহমান কাজলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category