মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ০৯ নং সোনারায় ইউনিয়নে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাইল্ড সেনসিটিভ সোশ্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২’ এর আওতায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকালে সোনারায় ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধুর সভাপতিত্বে শিশু সুরক্ষা কমিটির উপদেষ্টা বেগম, চেয়ারপার্সন মিজানুর রহমান, সদস্য সচিব আসমাউল হাসান, সদস্য মতিউর রহমান, আব্দুল কাদের, মর্জিনা বেগম, শফিকুল ইসলাম, রেজিয়া খাতুন, বৃষ্টি আক্তার, জাহাঙ্গীর আলম, শরীফা পারভীন, মিলন মিয়া এবং আব্দুল মান্নান প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা শিশুদের সমাজ ভিত্তিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিস্তারিত আলোচনাসহ পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণের উপর সিদ্ধান্ত গ্রহণ করেন।