• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন |
Headline :
নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় জলঢাকায় ঐতিহাসিক চরক খেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিএনপির বিশাল বৈশাখী শোভাযাত্রা জলঢাকায় হিন্দুদের প্রাচীন ধর্মীয় চড়ক পূজা অনুষ্ঠিত নানা আয়োজনের মধ্য ডোমারে বর্ষবরণ ১৪৩২ উদযাপন, আনন্দ শোভাযাত্রা ও লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২

সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালকের পদত্যাগের দাবীতে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রিপোর্টার / ৯৬ Time View
Update : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

জয়নাল আবেদীন হিরো, স্টাফ রিপোর্টার

উত্তরবঙ্গের সর্ববৃহৎ হিযোবাণিজ্য কেন্দ্র সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের প্রকল্প পরিচালক গুলজার আহমেদের পদত্যাগের

দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে

মার্কেটের ব্যবসায়ী সমিতি ও এস আর
প্লাজার সকল ব্যবসায়ীবৃন্দ নানা অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারীতা, মিথ্যে মামলা দিয়ে দোকান মালিকদের হয়রানির প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়।  গতকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মার্কেটের প্রকল্প পরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয় ৷ এতে ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি,সামাজিক ও সুসীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন ৷
অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুবউদ্দিন।

বক্তব্য রাখেন, সহ সভাপতি সোহেল রানা, রওশন মাহানামা,সিনিয়র ব্যবসায়ী ও জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, হাফেজ নুরুল ইসলাম,সমাজ সেবক রবি আউয়াল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, সাবেক আহবায়ক আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি আরশেদ আলো, মোস্তাফিজা রহমান শিলা, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন প্রমুখ।

বক্তারা প্রকল্প পরিচালক গুলজার আহমেদের নানা অনিয়ম দূর্নীতি তুলে ধরে বলেন, নকশা বহির্ভুতভাবে মার্কেট নির্মাণ, দোকান ও পজিশন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য ও স্বজন প্রীতি এবং প্রতারণা, প্রতিশ্রুতিভঙ্গ, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা, অকৌশলের মাধ্যমে দোকান কুক্ষিগত করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন ৷
তারা ১ দফা প্রকল্প পরিচালক গুলজার আহমেদের পদত্যাগ দাবী করেন ৷

এব্যাপারে সৈয়দপুর প্লাজার প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদ বলেন, ব্যবসায়ীদের অভিযোগ গতানুগতিক। তারা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে।

 

 


More News Of This Category