প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৪, ৫:৩০ পি.এম
নীলফামারীতে দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা
নীলফামারীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের কালিমন্দিরে বিভিন্ন হিন্দু সংগঠন আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন কালিবাড়ি মন্দিরের সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়।
কালিবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক তাপস কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক রিন্টু গুহ, সদস্য সচিব মিঠু দে, কেন্দ্রীয় কমিটির সদস্য ঝন্টু ভৌমিক, জেলা হিন্দু মহাজোটের সভাপতি জুয়েল রায়, সাধারণ সম্পাদক বিপুল রায়, কালীবাড়ি মন্দিরের কোষাধ্যক্ষ মনন সরকার, সংগলশী পূজা মন্ডপ সভাপতি টিকেন্দ্রজিত রায় মিরু প্রমুখ।
সভায় পূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা, পূজা মন্ডবে নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক নিযুক্ত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় ৩০০পূজা মন্ডপের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.