দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় চটগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়াবিদ মো. বজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা না থাকায় চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত তুলে ফেলা হয়।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। পরে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.