নীলফামারীতে প্রায় এক যুগপর প্রধান আসামী আসাদুজ্জামান নুরসহ ৪১জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেছেন এক নারী।গতকাল রোববার নীলফামারী সদর উপজেলা বিজ্ঞ আমলী আদালতে হত্যা মামলাটি দায়ের করা হলে আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে নীলফামারী সদর থানায় সাত কার্যদিবসের মধ্যে মামলাটি রেকর্ড করে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দেয়া হযেছে।
মামলার বিবরণে জানা যায়:নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের হত্যাকান্ডের শিকার গোলাম রব্বানী’র স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নীলফামারী সদর উপজেলার আমলী আদালতে হত্যা মামলাটি দায়ের করেন।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী সাবেক সাংস্কুতিক মন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়ী বহরে হামলার ৩ নং আসামী ছিলেন তিনি। তাকে খুজতে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর আনুমানিক বিকালে ৪টার সময় আসাদুজ্জামান নুরের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী লক্ষীচাপ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী বাড়ীতে অতর্কিত হামলা,ভাংচুরও অগ্নিসংযোগ করেন তারা।এ সময় হামলাকারীরা গোলাম রব্বানীকে খুজে পেলে তাকে ক্রসফায়ারে হত্যা করা হবে বলে হুমকি প্রদর্শন করেন তারা।
এরপর গোলাম রব্বানীকে পুলিশ বাহিনী একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে তার মুক্তিপন দাবী করা হয় ১৫ লাখ টাকা। এ মুক্তিপনের না পেলে তাকে হত্যা করা হবে বলে জানান অপহরণকারীরা।
অপহরণের পর তাকে হত্যা করে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী আরাজী মৌজায় নীফামারী-ডোমার সড়কের পার্শ্বে একটি বাঁশঝাড়ে রব্বানীর মারাদেহ খুজে পায় নিহতের পরিবার। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ও মাথায় গুলির চিহ্ন দেখতে পায় তার পরিবার ও স্থানীয়রা।
এ হত্যা মামলায় প্রধান আসামী সাবেক সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর, দেওয়ান কামাল আহম্মেদ,এ্যাড মমতাজুল হক,আবুজার রহমান, ওয়াদুদ রহমান, শাহীদ মাহমুদ মোশফিকুর রহমান রিন্টু, অরিফ হোসেন মুন, দেওয়ান সেলিম আহম্মেদ , কামরুল, আবুল কালাম আজাদ,নুরুজ্জামান বুলেট, মনিরুজ্জামান শাহ আপেল,ওসি বাবুল আক্তার, এসআই মোস্তফিজরি রহমানসহ ৪১জনকে আসামী করা হয়েছে।
নীলফামারী থানার চলতি দায়িতদ্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এম,আর সাঈদ জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নীলফামারী সদর উপজেলা আমলী আদালতে গতকাল রোববার মামলাটি দাখিল করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে নীলফামারী সদর থানায় সাত কার্যদিবসের মধ্যে মামলাটি রুজু করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন মাননীয় আদালতের সিনিয়র বিজ্ঞ বিচারক শাহীন কবির।