নীলফামারী জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
একটি সুন্দর জেলা গড়তে গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়ে নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ন্যায় ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় হবে আমার মুল লক্ষ্য। কারণ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সে শিক্ষাই দিয়েছে। নীলফামারীকে সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা চান তিনি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সহকারী কমিশনার রায়হান উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ মিলন, নির্বাহী সদস্য নুর আলম সিদ্দিকীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।