মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে।
শুক্রবার ২০শে সেপ্টেম্বর জুম্মার নামাজের সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এই অগ্নিকান্ডে প্রায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চিলাহাটি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের সুত্রপাতের বিষয়ে চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুর আলম সিদ্দিকী বলেন, গোমনাতী বাজারে রানা টি স্টলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, আগুনে ৮টি দোকানের স্বর্বস্ব পুরে যাওয়ায় প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।