মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে
অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য প্রদান করেন উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হাবিব বাবু, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুর রহমান, ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন এবং ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল রানা প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করার পাশাপাশি আইনটি বাস্তবায়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।