দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের চার দিন পর হায়দার আলী (৮৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় মরদেহটি উপজেলার সিংড়া ইউনিয়নের নিশিরঘাট এলাকার ধানখেত থেকে উদ্ধার করা হয়। মৃত হায়দার আলী উপজেলার নিশিরঘাট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও পরিবার জানায়, হায়দার আলী স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি থেকে ঘাস কাঁটার জন্য বের হন। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধানখেতের আইলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে বস্তাভর্তি ঘাস, কাঁচি ও তার ব্যবহৃত একটি লাঠি পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, হায়দার আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। জমিতে ঘাস কাটার কোনো এক সময়ে খিঁচুনি হয়ে তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.