মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকায় আবদুল্লাহ মিনি পেট্রোল পাম্পের ট্যাংকি ঝালাই করতে নিয়ে গেলে আকস্মিক ভাবে ট্যাংকিটি বিস্ফোরণে সোহাগ নামে ০১ ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হয় আরও ০২ জন।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেল আনুষ্ঠানিক সাড়ে পাঁচটার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত সোহাগ এরফান আলীর ছেলে।
প্রতাক্ষদর্শী এবং এলাকাবাসীর সুত্রে জানাযায় সোহাগ নামের এক কর্মচারী ট্যাংকিটি ঝালাই করতে গেলে আকস্মিক ভাবে সেটি ব্লাস্ট হয় এবং ঘটনাস্থলেই সোহাগের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা টি শরীরের সাথে একটু লেগে আছে। তবে তিন জনের মধ্যে সোহাগের অবস্থা ভিষণ আশঙ্কাজনক হওয়ার তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের তিন জনকে প্রাথমিক চিকিৎসার জন্য বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করায়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে সে মৃত্যু বরণ করেন।
আহত ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ পেট্রোল পাম্পের মালিকের ভাতিজা এবং অপরজন হলেন পাম্পের কর্মচারী জলিল।
এ বিষয়ে চিলাহাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, আকস্মিক ভাবে ট্যাংকি ব্লাস্ট হওয়ায় এই দূর্ঘটনাটি সংঘটিত হয়। যে তিনজন আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বোড়াগাড়ী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.