“বৈষ্যমুক্ত সমাজ বিনির্মাণে রাসূলুল্লাহ (সাঃ)-এর কর্মপন্থা” শীর্ষক সিরাতুন্নবী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জলঢাকা সরকারি কলেজ হলরুমে পৌর পেশাজীবি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশাজীবি পরিষদের সভাপতি হাবিবুর রহমান লিখনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এসময় প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো:নাছির উদ্দিন মিঝি। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের ফিকহ ও কুরআন এন্ড সুন্নাহ বিভাগের অধ্যাপক ডক্টর শেখ এ.বি.এম. জাকির হোসেন, ইসলামি গবেষক ডক্টর মো. খায়রুল আনাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ সালাফী, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির কামরুজ্জামান সহ বিপুল সংখ্যক পেশাজীবি। সেমিনারে বক্তারা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন থেকে সমাজ বিনির্মাণের জন্য বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন এবং বর্তমান সমাজের চ্যালেঞ্জ মোকাবেলায় রাসূলুল্লাহ (সাঃ)-এর কর্মপন্থা অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।