নীলফামারীর জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনার জের ধরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই জখম হয় রক্তাক্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কৈমারী মৌয়ামারী গ্রামের ৬নং ওয়ার্ডে। জানা গেছে, মৌয়ামারী এলাকার ইসমাইল হোসেনের ছেলে নাজির হোসেন (৪০) এর সাথ ছোটভাই আবুল কালাম (২৪) এর ৯ শতক জমি নিয়ে বিরাধ দীর্ঘদিনর। এরই সূত্র ধরে ঘটনার দিন ২২ সেপ্টেম্বর সকালে ছোট ভাই আবুল কালাম প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে বের হয়ে রাস্তায় বের হওয়ার সময় তাহার অটোগাড়ী রোধ করে বিভিন হুমকি ধামকি প্রদর্শন কর। প্রতিবাদ করলে বড়ভাই নাজির হোসেন ও মৃত খরকু মামুদের ছেলে আশরাফ আলীসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া ছোটভাই আবুল কালাম কে বেধড়ক মারপিট করে মাথার বামপার্শ্বে গুরুতর জখম কর। তার অবস্থা বেগতিক হলে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। সেখান তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আবুল কালাম বাদী হয়ে গতকাল জলঢাকা থানায় একটি অভিযাগ দায়ের করেছেন। #