নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে আ.লীগ নেতাকর্মীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লাফিজ উদ্দিন লাহিন (৩৫), সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম (৫৫), রামকোলা গ্রামের মৃত বিনয় কুমার রায়ের ছেলে নিতাই চন্দ্র রায় (৪৫), মো. মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক আলী (৫৫), মৃত কামাল উদ্দিন শাহ ফকিরের ছেলে মাহিদুল ইসলাম (৫২), শুটিপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে মোঃ হাসান আলী (৪০), নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ শাহজাহান (৪৭)।
জেলার কিশোরীগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ কবির হোসেন (৩০), আব্দুল ওয়াহাবের ছেলে মোঃ আতিকুর রহমান (৩৬), মৃত পায়েস উদ্দিনের ছেলে মোঃ বাচ্চু মিয়া এবং ডোমার উপজেলার নিরঞ্জন রায়, মনিরুজ্জামান বাদল, সবুজ ইসলাম ও নজরুল ইসলাম।
জানতে চাইলে, নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, জেলার ডোমার, কিশোরীগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর উপজেলার ৭ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ডের মামলা রয়েছে। আইন ও বিধি মেনে আমরা তাদের আদালতে হস্তান্তর করব।”
তিনি আরও বলেন, “গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারী থানায় বিভিন্ন ভুক্তভোগীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগ ও সন্ত্রাসসহ অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগে মোট ৭টি রাজনৈতিক মামলা করেছেন”।
এদিকে, স্থানীয় বিএনপি নেতা গোলাম রব্বানীকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে স্থানীয় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর সহ আ.লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন অপর এক ভুক্তভোগী।