নীলফামারীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) এ এইচ এম মাহফুজুর রহমান সহ সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।