মাইদুল হাসান বিশেষ প্রতিনিধি :- জলঢাকায় বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি-৯৫ ব্যাচের উদ্দ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রংপুর চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে ও এসএসসি-৯৫ ব্যাচের আয়োজনে ৫ই অক্টোবর শনিবার জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। রংপুর চক্ষু হাসপাতালের এমডি বুলবুল আহম্মেদের ব্যবস্থাপনায় দিনব্যাপী চক্ষু শিবিরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চক্ষু সেবা প্রদান করেন রংপুর চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সামিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি জাহিদ হোসেন, সুব্রত মজুমদার, বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি-৯৫ ব্যাচের সভাপতি কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বন্ধু মহল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জানান শাহিদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান, নিলাম্বর রায়, তথ্য ও প্রচার সম্পাদক মোশফেকুর রহমান মিজু, সাংবাদিক মনিরুজ্জামান লেবু প্রমুখ।
দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরে দরিদ্র জনগোষ্ঠীর প্রায় দুই শতাধিক মানুষ চিকিৎসা গ্রহন করেন। সেই সঙ্গে চোখের ছানি জনিত রোগীদের চিকিৎসার জন্য রংপুর চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত বিনামূল্যে চক্ষু শিবিরে চিকিৎসা, চশমা ও নিত্য প্রয়োজনীয় ঔপনিবেশিক ঔষধ সমূহ আয়োজক কমিটি জলঢাকা বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি-৯৫ ব্যাচ বহন করবে বলে জানা যায়।
জলঢাকা বন্ধু মহল ফাউন্ডেশনের এ উদ্দ্যোগকে সাদুবাদ জানিয়েছেন অনেক সামাজিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা।
এ বিষয়ে বন্ধু মহল ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমাদের এসএসসি-৯৫ ব্যাচের যৌথ পারফর্মেন্স এই বন্ধু মহল ফাউন্ডেশন। আমরা এ ফাউন্ডেশনের উদ্দ্যোগে জলঢাকা উপজেলার ছিন্নমূল , দরিদ্র মানুষ ও সমাজ থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় গিয়ে মানব সেবা অব্যহত রাখবো। এরই ফলশ্রুতিতে আজকের এই দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.