সর্বসাধারণের মতামত, সমস্যা ও সমাধান নিয়ে নীলফামারীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকালে নীলফামারী সদর থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম,টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, নীলফামারী।জ্যোর্তিময় রায়, পুলিশ পরিদর্শক তদন্ত মিজানুর রহমান।
এসময় বক্তারা বলেন, 'পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। এছাড়াও মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।'
ওপেন হাউস ডে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.