মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ প্রতি বছরের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব 'শারদীয় দুর্গাপূজা-১৪৩১' সুষ্ঠুভাবে সম্পন্ন এবং আনন্দ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রশাসন কর্তৃক প্রস্তুতিমূলক আলোচনা সভা ও সরকারিভাবে প্রত্যেক মণ্ডপের জন্য বরাদ্দকৃত চালের ডিও বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ই অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ।
উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর লিটন মাহমুদ, আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক রুবেল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৫ শত কেজি করে চালের ডিও সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.