রংপুর বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ অর্জন করে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়েছেন শিউলি সুলতানা প্রধান শিক্ষিকা সার্বডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয় সৈয়দপুর।
উল্লেখ্য যে তিনি সৈয়দপুর উপজেলা ও নীলফামারী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম বারের মতো প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেছেন।
সাদা মনের ওই শিক্ষিকা সাহিত্য প্রেমি ৷ তিনি সহজে সাধারণ মানুষের সাথে মিশে যান ৷ কর্মস্থলকে নিজের পরিবার মনে করেন ৷
তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সহিত পালন করেন ৷ তাঁর মত একজন শিক্ষিকা সব শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ৷ এব্যাপারে কথা হয় শিক্ষিকা শিউলী সুলতানার সাথে তিনি জানান, এ অর্জন আমার একার না সকল শিক্ষক সমাজ,অভিভাবক ও শিক্ষার্থীসহ সৈয়দপুর উপজেলাবাসীর ৷ আমি সকলের কাছে দোয়া কামনা করছি ৷