প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ৪:২৯ পি.এম
নীলফামারীতে বুয়েট শিক্ষার্থী আবরারের স্মরণে সভা ও মৌন মিছিল
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে প্রাণ হারানো বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবুদ্ধির চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে নীলফামারীতে স্বরণ সভা ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অধ্যক্ষের কার্যালয়ের সামনে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল প্রমুখ। স্বরণ সভায় সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি।
এসময় বক্তারা বলেন, 'বুয়েটের মেধাবী আবরার ফাহাদ কে ফ্যাসিস্ট শেখ হাসিনার বর্বর সন্ত্রাসী ছাত্রলীগ হত্যা করে। তাদের তান্ডবে প্রতিটি সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। এখন স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কোথায় তার সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী। আমরা অবিলম্বে আবরার ফাহাদ হত্যায় জড়িত সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।'
স্বরণ সভায় নীলফামারী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদ, কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রইসুল রানা, ফিরোজ আহমেদ সৈকত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.