মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজট নিরসনে ট্রাফিক কোণ ও ডিভাইডার স্থাপন করা হয়েছে।
রবিবার (৬ই অক্টোবর) সকালে উপজেলা শহরের ডোমার বাজারস্ত রেলগেট মোড় এলাকায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কোণ ও ডিভাইডার স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) ও ডোমার পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
উদ্বোধনের সময় অন্যান্নদের মাঝে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল, পৌর প্রকৌশলী হাবিবুর রহমানসহ থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর মিজানুর রহমান মন্ডল জানান, শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ডোমার শহরের যানজট নিরসনে ট্রাফিক কোণগুলো স্থাপন করা হয়েছে। এগুলো স্থাপনের ফলে যানবাহন তার সঠিক লেনে চলাচল করবে। এতে যানজট অনেকাংশে নির্মুল সহ সড়ক দুর্ঘটনার আশংকা কমে যাবে।