হাসান সিদ্দিকী, স্টাফ রির্পোটার : আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে জলঢাকার পৌর সড়ক সমুহ যানজটমুক্ত রাখতে ও নিরাপদ চলাচলের লক্ষ্যে ব্যবসায়ী, যানবাহন চালক সহ সকলের প্রতি অনুরোধ জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সোমবার বিকালে দূর্গা উৎসব উপলক্ষে জলঢাকা পৌর শহরের বিভিন্ন সড়ক যানজটমুক্ত রাখতে ও জনগনের নিরাপদ চলাচলের লক্ষ্যে পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার।
এসময় তিনি উপস্থিত সকলের প্রতি পৌর শহরের সড়ক সমুহ যানজট সহ ফুটপাত দখল মুক্ত রাখার ও জনগনের নিরাপদে চলাচলের লক্ষ্যে পৌর শহরের বিভিন্ন সড়কে চলাচল করা সকল যানবাহন কে নির্দিষ্ট স্থানে রাখার ও ফুটপাত দখল কারীদের ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
তিনি আরও বলেন, এই অনুরোধ না মানলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম মন্ডল,পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামরুজ্জামান, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান কবির লেলিন, শ্রমিক নেতা বড় মমিনুর,বৈসম্ব বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সমন্বয়ক সহ সরকারী কর্মকর্তা বৃন্দ প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.