মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ অক্টোবর সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন কাবাডি প্রতিযোগিতা বালক এবং বালিকাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃ্ন্দ উপস্থিত থেকে কাবাডি খেলা উপভোগ করেন।
বালকদের কাবাডি খেলায় মটুকপুর স্কুল এন্ড কলেজকে পরাজিত করে উপজেলা পর্যায়ের চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।
বালিকাদের কাবাডি খেলায় পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের বালিকা দল।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.