মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাৎ বার্ষিকী এবং নিরাপদ মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে ডোমার সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে মৌন মিছিল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৭ অক্টোবর সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডোমার সরকারি কলেজ শাখার আয়োজনে মৌন মিছিলটি কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে কলেজ হলরুমে এসে স্মরণ সভায় মিলিত হয়।
ডোমার সরকারি কলেজ শাখার আহ্বায়ক সামিউল আরেফীন হৃদয়ের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য প্রদান করেন ছাত্রদল নেতা বাঁধন ইসলাম, মাসুদ ইসলাম, নাহিদ ইসলাম, পারভেজ ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন তৎকালীন ক্ষমতাসীনদলের ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের অমানবিক নির্যাতনে মৃত্যুবরণকারী বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের বিভিন্ন স্মৃতিচারণ বিষয়ক বক্তব্য তুলে ধরেন।পরিশেষে নিরাপদ এবং মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবি জানান বক্তারা।